তুরস্ক-আজারবাইজানের যৌথ সামরিক মহড়া শুরু

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | ১২:২৭ অপরাহ্ণ

তুরস্ক-আজারবাইজানের যৌথ সামরিক মহড়া শুরু
তুরস্ক-আজারবাইজানের যৌথ সামরিক মহড়া শুরু
apps

বাকুসহ আজারবাইজানের চার স্থানে তুরস্ক ও আজারবাইজান যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। আজারবাইজানের রাজধানী বাকু ছাড়াও আসতারা, জাবরাইল ও ইমিশলি অঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে আধুনিক যুদ্ধের সরঞ্জাম ও কৌশল ব্যবহার করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে— সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ বিভিন্ন বিশেষ ইউনিট এ মহড়ায় অংশ নিচ্ছে।সামরিক বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের এই যৌথ মহড়ার মূল লক্ষ্য হচ্ছে— সামরিক প্রশিক্ষণ ও তুর্কি অস্ত্রের পরীক্ষা।

আজারবাইজান তুরস্কের কাছে যেসব অস্ত্র কিনেছে, সেগুলোর পরীক্ষা চালানো হচ্ছে বলে তারা মনে করছেন। তুরস্কের কাছ থেকে আজারবাইজান সমরাস্ত্র কিনেছে এবং দুই দেশ প্রতি বছরই যৌথ মহড়া চালায়।

Development by: webnewsdesign.com