তুরস্কে সহস্রাধিক জেনারেটর দিচ্ছে জার্মান প্রতিষ্ঠান

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:২৬ অপরাহ্ণ

তুরস্কে সহস্রাধিক জেনারেটর দিচ্ছে জার্মান প্রতিষ্ঠান
তুরস্কে সহস্রাধিক জেনারেটর দিচ্ছে জার্মান প্রতিষ্ঠান
apps

জার্মানির একটি যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তুরস্কের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকায় ১ হাজার ৩৬৮টি জেনারেটর দিচ্ছে। শেপাঞ্চ জিএমবিএইচ নামে ওই প্রতিষ্ঠান জার্মানির মিউনিকে অবস্থিত তুর্কি কনস্যুলেটের মাধ্যমে এগুলো পাঠাচ্ছে। খবর আনাদোলুর।

এর মধ্যে ১২টি ডিজেলচালিত এবং ১ হাজার ৩৫৬টি ইনর্ভারটার সমৃদ্ধ জেরারেটর। এছাড়াও ১৬০টি বড় আকারের ইলেক্ট্রিক হিটার দিচ্ছে জার্মানির ওই প্রতিষ্ঠান। এগুলোর দাম কমপক্ষে ১ মিলিয়ন ইউরো বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সেরডার এরাসলান বলেন, তুরস্কের এ দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য।

Development by: webnewsdesign.com