নীলফামারীতে

তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা

সোমবার, ১৮ জুলাই ২০২২ | ৪:৫৭ অপরাহ্ণ

তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা
apps

ডোমারের ফার্মহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৫,০০০/-টাকা জরিমানাআজ ১৮ জুলাই, ২০২২ খ্রিঃ পূর্বাহ্নে ডোমার উপজেলার সোনারায় ফার্মহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলার সহকারী পরিচালক জনাব মোঃ শামসুল হক মহোদয়ের নেতৃত্বে পরিচালিত ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ০৩ (তিন) ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে বিভিন্ন অভিযোগে ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

★সিরাজুল স্টোর -১০০০/

★আলআমিন স্টোর -২,০০০/-,
★মা মিষ্টান্ন ভান্ডার -২০০০/-টাকা।
মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয় এবং জনগণকে অভিযান পরিচালনায় সহযোগিতার জন্য ধন্যবাদ প্রদান করা হয়।অভিযোগ দায়ের করি আমি মোঃ আল আমিন রহমান, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডোমার, নীলফামারী।সহযোগিতা করেন -অফিসার ইনচার্জ, ডোমার থানার নির্দেশক্রমে ডোমার থানা পুলিশ সদস্যবৃন্দ এএসআইজনাব মোস্তফা, কনস্টেবল -লুৎফর ও নুরু ভাই।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে সকলকে সতর্ক করা হয়।

Development by: webnewsdesign.com