তিন এসআই আহত এক চোর ধরতে গিয়ে

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | ৫:১৩ অপরাহ্ণ

তিন এসআই আহত এক চোর ধরতে গিয়ে
apps

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামি ধরতে গিয়ে তাঁর স্বজনদের হামলায় পুলিশের তিন উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার পূর্বগ্রামে এ ঘটনা ঘটে।পুলিশের আহত তিন সদস্য হলেন নিকলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুল হক, এসআই মো. শহীদুল্লাহ ও শফিকুল ইসলাম। আহত মাকসুদুলকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং শহীদুল্লাহ ও শফিকুলকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, সোমবার ভোরে পূর্বগ্রামে পুলিশের একটি দল চুরির মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছোটনকে (২৬) গ্রেফতার করতে গেলে তাঁর স্বজনেরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের সদস্যদের ওপর হামলা চালান। এতে পুলিশের ওই তিন সদস্য আহত হন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম সিদ্দিকী বলেন, রোববার দিনগত রাত একটার দিকে চুরি মামলার ওই আসামিকে গ্রেপ্তার করতে অভিযানে যান পুলিশের পাঁচ সদস্য। এরপর আসামির স্বজনেরা দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলায় চালায়। এতে তিন এসআই আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা গেলেও পরোয়ানাভুক্ত আসামি ছোটনকে সোমবার রাত সাড়ে নয়টা পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাঁকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে।

Development by: webnewsdesign.com