তালেবানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ | ২:২৪ অপরাহ্ণ

তালেবানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
apps

তালেবানের উপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, দি ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) এবং ওয়ার্ল্ড অরগানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার (ওএমসিটি)। খবর টোলো নিউজের।

সংস্থাগুলো বলছে— তালেবান গত ২০ বছরে অর্জিত মানবাধিকার ধারাবাহিকভাবে ধ্বংসের পদক্ষেপ নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আফগানদের অধিকারের প্রতি সম্মান জানাতে তালেবানের ঘোষিত প্রতিশ্রুতির বিপরীতে সংগঠনটি ধারাবাহিকভাবে মানবাধিকরার লঙ্ঘন করছে। তারা নারী, মতপ্রকাশের স্বাধীনতা, সুশীল সমাজ, নারী অধীকারকর্মী ও নারী শিক্ষার ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

ওই প্রতিবেদনে মানবাধিকারকর্মীদের ওপর হামলার বিষয়ের কথা উল্লেখ করে বলা হয়, তালেবান মানবাধীকারকর্মীদের খুঁজতে ঘরে ঘরে অভিযান চালাচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার উপপরিচালক দিনুশিকা দিসানায়েকে বলেন, ক্ষমতা দখলে নেওয়ার মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে তালেবান একটি বিষয় পরিষ্কার করেছে তা হলো— তারা মানবাধিকার রক্ষা বা এর প্রতি সম্মান প্রদর্শনের বিষয়কে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। বিক্ষোভে শক্তিপ্রদর্শন, নারীদের ওপর বিধিনিষেধ আরোপসহ আমরা ইতোমধ্যে নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিষয় দেখেছি।

জারকা ইয়াফতালি নামের এক নারী অধিকারকর্মী বলেন, বর্তমানে আফগান নারীরা শিক্ষা অর্জন এবং কাজে অংশ নিতে পারেন না। নারীদের রাজনীতি করার অধিকার নেই।

আফগানিস্তানের ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশন (এআইএইচআরসি) এক বিবৃতিতে বলে, সাবেক সরকারের পতনের পর থেকে সংস্থাটি তাদের দায়িত্ব পালন করতে পারছে না। যদিও তালেবান বারবার বলছে, তারা শরিয়ত অনুযায়ী মানবাধিকারের প্রতি সম্মান দেখাবে।

 

Development by: webnewsdesign.com