তত্ত্বাবধায়ক সরকার এখন নিষিদ্ধ, এটা এখন জাদুঘরে

রবিবার, ২৭ নভেম্বর ২০২২ | ৩:২৫ অপরাহ্ণ

তত্ত্বাবধায়ক সরকার এখন  নিষিদ্ধ, এটা এখন জাদুঘরে
তত্ত্বাবধায়ক সরকার এখন নিষিদ্ধ, এটা এখন জাদুঘরে
apps

‘তত্ত্বাবধায়ক সরকার এখন আদালতের রায়ে নিষিদ্ধ, এটা এখন জাদুঘরে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৭ নভেম্বর) পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে প্রশ্ন রেখে কাদের বলেন, দুনিয়ার কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? আপনাদের নেত্রীই (খালেদা জিয়া) তো বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তত্ত্বাবধায়ক সরকার এখন আদালত কর্তৃক নিষিদ্ধ, এটা এখন জাদুঘরে।

তিনি বলেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই। দ্বাদশ জাতীয় নির্বাচন বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে অনুষ্ঠিত হয় বাংলাদেশেও সেভাবে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ঢাকায় বিএনপির সমাবেশে সরকার কোনো বাধা দেবে না। তবে জ্বালাও-পোড়াও করলে সমুচিত জবাব দেওয়া হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে একটি সন্ত্রাসী দল। কানাডার একটি আদালত তাদেরকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছে।

Development by: webnewsdesign.com