ঢাবিতে ভর্তি জালিয়াতি: বহিষ্কৃত ৬৩ জনের তালিকা প্রকাশ

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০ | ৯:১৭ অপরাহ্ণ

ঢাবিতে ভর্তি জালিয়াতি: বহিষ্কৃত ৬৩ জনের তালিকা প্রকাশ
apps

জালিয়াতদের তালিকা প্রকাশে ভিসি রাজি, বাধা প্রক্টর’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই জালিয়াতি করা ওই শিক্ষার্থীদের নাম প্রকাশের দাবি ওঠে। সর্বশেষ গত সোমবার নাম প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন জানায় ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। এর পরপরই সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও একই দাবি জানান। এরপরও তালিকা প্রকাশ করেননি প্রক্টর।

পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত ওই তালিকায় বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চার শিক্ষার্থী হলেন- মো. আব্দুল ওয়াহিদ, মো. ইছাহাক আলী, আনিকা বৃষ্টি, ফিওনা মহিউদ্দিন মৌমি, মো. মাসুদ রানা। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাত শিক্ষার্থী হলেন- সালমান এফ রহমান হৃদয়, ইসরাত জাহান ছন্দা, মো. রাকিবুল হাসান, সৌভিক সরকার, মো. মেহেদী হাসান, মো. হাসিবুর রশিদ, মো. মারুফ হাসান খান। আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাফায়াতে নূর সাইয়ারা নোশিন। ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের জি এম রাফসান কবির। পরিসংখ্যান বিভাগের মো. আবু জুনায়েদ সাকিব। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মোস্তাফিজ-উর-রহমান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৫ শিক্ষার্থী হলেন- শরমিলা আক্তার আশা, মো. লাভলুর রহমান লাভলু, জাকিয়া সুলতানা, জেরিন হোসাইন, আবির হাসান হৃদয়। অর্থনীতি বিভাগের ৩ শিক্ষার্থী হলেন সামিয়া সুলতানা, সিনথিয়া আহমেদ, জান্নাত সুলতানা। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪ শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম আরিফ, আমরিন আলম জুটি, নওশীন আফরিন মিথিলা, আল আমিন পৃথক।

টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মেহেজাবিন অনন্যা, মো. শাদমান শাহ। সমাজবিজ্ঞান বিভাগের মো. আফসানা নওরিন ঋতু, ইতিহাস বিভাগের ফাতেমা আক্তার তামান্না। বাংলা বিভাগের দুইজন হলেন- এম ফাইজার নাঈম, জিয়াউল ইসলাম। ইসলামিক স্টাডিজ বিভাগের ৩ জন হলেন- তাজুল ইসলাম সম্রাট, নুরুল্লাহ, সাদিয়া সুলতানা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিনজন হলেন- মো. মাসুদ রানা, ফাতেমা-তুজ জোহরা, মো. শাবিরুল ইসলাম।

Development by: webnewsdesign.com