ঢাকাই সিনেমার খলনায়ক নাসির খানের জন্মদিন আজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ | ১২:৪৯ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার খলনায়ক নাসির খানের জন্মদিন আজ
apps

আজ ঢালিউডের প্রভাবশালী খলনায়ক নাসির খানের জন্মদিন। তিনি ১৭ সেপ্টেম্বর ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। ২৭ বছরের অভিনয়জীবনে তিনি কাজ করেছেন প্রায় ৫০০ ছবিতে।

‘মামা বলতো ভাগ্নে বেশি লোভ করিসনে’, ‘আমার দয়া আছে কিন্তু মায়া নাই’, ‘কথা কম কাজ বেশি মানুষকে আমি বড় ভালোবাসি’, ‘আমার দুঃখ আছে কিন্তু কষ্ট নাই’, ‘মুরব্বি যা বলে বুদ্ধিমানরা সে মত চলে’, বাংলা সিনেমার এই সংলাপ গুলো এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। পর্দায় সংলাপগুলো তুলে ধরেছিলেন ঢালিউড জনপ্রিয় খলনায়ক নাসির খান।

নাসির খান অভিনীত চলচিত্রের মধ্যে বেদের মেয়ে জোস্ন্যা, অন্তরে অন্তরে, বিক্ষোভ, এইঘার এই সংসার, ভন্ড উল্লেখযোগ্য। আলিফ লায়লা, সুপারম্যান, রবিনহুড ইত্যাদি বেশ কিছু শিশুতোষ চলচিত্রে অভিনয় করে তিনি শিশুদের কাছেও জনপ্রিয় ছিলেন। কিন্তু তার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে কোন রাষ্ট্রীয় বা জাতীয় সম্মান দেওয়া হয়নি।

২০০৭ সালের ১২ জানুয়ারীতে তিনি মা, তিন কন্যা, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে ৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Development by: webnewsdesign.com