‘ডিএনসিসির’ কাছে খাল হস্তান্তর করলো ওয়াসা

শনিবার, ০২ জানুয়ারি ২০২১ | ১২:৪৩ অপরাহ্ণ

‘ডিএনসিসির’ কাছে খাল হস্তান্তর করলো ওয়াসা
apps

নতুন বছরের উপহার হিসেবে ডিএনসিসি এলাকায় এলইডি লাইট স্থাপন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (১ জানুয়ারি) আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এলইডি সড়ক-বাতি সরবরাহ ও স্থাপন’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, এলইডি লাইট স্থাপন প্রকল্পে ৪২ হাজার লাইট স্থাপন করার থাকলেও আমরা সমপরিমাণ অর্থ দিয়ে ৪৬ হাজার ৪১০ টি লাইট স্থাপন করব। এটি আশ্চার্যজনক ঘটনা বলে উল্লেখ করে তিনি আবার বলেন, প্রত্যেকটি লাইট ইউরোপ থেকে আমদানি করা এবং পরিবেশ বান্ধব যা বুয়েটে পরিক্ষীত। এই লাইটগুলোর আয়ুষ্কল ২২ বছর কিন্তু এর অধিক সময় পর্যন্ত চলতে পারে লাইটগওলো।

ওয়াসা থেকে খাল সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করায় ডিএনসিসি মেয়র ধন্যবাদ জানিয়ে বলেন, খালের উন্নয়নে সব কাউন্সিলরসহ একসাথে কাজ করব এবং খালের নাব্যতা ফিরিয়ে দিয়ে নগরের সকল খালকে গতিশীল করে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করব সেই সাথে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান অভ্যাহত রাখব।

সবশেষে অনুষ্ঠানে যোগদানকৃত অতিথিরা এলইডি সড়কবাতি স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Development by: webnewsdesign.com