ট্রেন চলাচলের সিদ্ধান্ত বাতিল করল রেলওয়ে

বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ | ১:০০ অপরাহ্ণ

ট্রেন চলাচলের সিদ্ধান্ত বাতিল করল রেলওয়ে
ট্রেন চলাচলের সিদ্ধান্ত বাতিল করল রেলওয়ে
apps

সীমিত পরিসরে থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে একটি সূত্র জানায়, সরকারের নির্দেশনায় ট্রেন চালানোর সিদ্ধান্ত বাতিল হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এর আগে গতকাল বুধবার দুপুরে সীমিত আকারে স্বল্প দূরত্বের কিছু ট্রেন চালুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর।

তিনি বলেন, ‘কারফিউ শিথিলের সময়টাতে যাত্রীবাহী কিছু ট্রেন বৃহস্পতিবার থেকে চালানো হবে। এ সময়ে স্বল্প দূরত্বের লোকাল-কমিউটার ট্রেন চলবে। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ট্রেন চলবে।

Development by: webnewsdesign.com