টিকা গ্রহণ করলেন রাজশাহীর মেট্রোপলিটন পুলিশ কমিশনার

বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১ | ৪:২৯ অপরাহ্ণ

টিকা গ্রহণ করলেন রাজশাহীর মেট্রোপলিটন পুলিশ কমিশনার
apps

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক করোনা টিকা গ্রহণ করেছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় তিনি রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা গ্রহণ করেন।

এ সময় পুলিশ কমিশনার উপস্থিত সকলকে নির্ভয়ে কোভিড-১৯ এর টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।

পুলিশ কমিশনার ছাড়াও কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। উল্লেখ্য যে, আজকে টিকা প্রদানের লক্ষমাত্রা ২২৫ জন তন্মধ্যে ১৮০ জনকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছে। টিকা প্রদান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১০

Development by: webnewsdesign.com