টাইগারদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০ | ৩:১৩ পূর্বাহ্ণ

টাইগারদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
apps

নিউজিল্যান্ডকে উড়িয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে যুবা টাইগাররা। এ জয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সরকারি সফরে ইতালি রয়েছেন।      

পচেফস্ট্রুমে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় সেমি-ফাইনালে ৬ উইকেটে জেতে বাংলাদেশ। ২১২ রান ছাড়িয়ে গেছে ৩৫ বল বাকি থাকতেই।

টানা নবম জয় পেল বাংলাদেশ। যুব ওয়ানডেতে এটাই তাদের সেরা ধারাবাহিক ফল। ২০০৫ সালে টানা আট ম্যাচ জিতেছিল তারা।

এর আগে একবারই সেমি-ফাইনালে খেলেছিল বাংলাদেশ। ২০১৬ আসরে দেশের মাটিতে হয়েছিল তৃতীয়। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মাহমুদুল হাসান জয়ের অনবদ্য সেঞ্চুরিতে কিউই যুবাদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২০১৬ সালের অতৃপ্তি বাংলাদেশ মেটালো ২০২০ সালে।

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের যুবারা। অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়ে জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়।

নিউজিল্যান্ডের দেয়া ২১২ রানের দেয়া মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩২ রানে ফেরেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান। এরপর শুরু হয় মাহমুদুল হাসান জয়ের দৃঢ়তা। তৌহিদ হৃদয়ের সঙ্গে জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তিনি। হৃদয় ৪০ রানে ফিরে গেলেও লড়তে থাকেন জয়। তাকে সঙ্গ দিয়ে যান শাহাদাত হোসেন।

সেঞ্চুরি তুলে নেয়ার সঙ্গে সঙ্গেই বিদায় দেন জয়। ততক্ষণে অবশ্য জয়ের বন্দরে দল। এরপর ৪০ রানে অপরাজিত শাহাদতকে সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন ৫ রানে অপরাজিত থাকা আকবর। বাংলাদেশ ৬ উইকেটের জয় তুলে নেয় ৩৫ বল হাতে রেখেই।

এর আগে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টজ জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টাইগাররা। সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বোলাররা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২১১ রান তোলে কিউইরা।

বল হাতে দারুণ সূচনা এনে দেন অফ স্পিনার শামিম হোসেন। ওপেনার রেস মারিউকে ১ রানে ফেরান তিনি। এরপর ১৮ রানে আরেক ওপেনার ওলে হোয়াইটকে ফেরান রাকিবুল হাসান। দ্বিতীয় উইকেটে নামা ফারগুস লেলম্যানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন শামিম। ২৫তম ওভারে জেসি টাসকফকে তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেন হাসান মুরাদ।

এরপর অন্য কেউ দাঁড়াতে না পারলেও উলার গ্রিনালের অপরাজিত ৭৫ রানে ভর করে শেষ পর্যন্ত ২১১ রান তুলতে সক্ষম হয় কিউইরা।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন শরিফুল ইসলাম। দুটি করে উইকেট ঝুলিতে পুরেছেন শামিম হাসান এবং হোসেন মুরাদ।

 

 

 

 

 

 

 

সংক্ষিপ্ত স্কোর

টস: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯: ২১১/৮ (৫০ ওভার)
গ্রিনঅল ৭৫*, লিডস্টোন ৪৪, লেলম্যান ২৪
শরিফুল ১০-২-৪৫-৩, শামিম ৬-১-৩১-২, মুরাদ ১০-১-৩৪-২, রকিবুল ১০-১-৩৫-১

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২১২/৪ (৪৪.১ ওভার)
মাহমুদুল ১০০*, হৃদয় ৪০, শাহাদাত ৪০*, ইমন ১৪, আকবর ৫*, তামিম ৩
হ্যানকক ৭-০-৩১-১, ক্লার্ক ৯-০-৩৭-১

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী।

Development by: webnewsdesign.com