টটেনহামের হয়ে অভিষেকটা জয়ে রাঙিয়েছেন স্টিভেন বেহরভেন। প্রিমিয়ার লিগে তার গোলে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে স্পাররা।অথচ পুরো ম্যাচে আধিপত্য ছিল ম্যানসিটির। ভাগ্য সহায় ছিল না বলে একটিতেও জাল কাঁপাতে পারেনি তারা। না হলে পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েও কেন মিস করবে সিটি? ৩৬ মিনিটে আগুয়েরো বিপজ্জনক অঞ্চলে ফাউলের শিকার হয়েছিলেন। ভিএআরের সাহায্যে তাদের পেনাল্টি দেওয়া হলেও বল পাঠাতে ব্যর্থ হয়েছেন জার্মান মিডফিল্ডার ইকে গুন্দোগান। তার শট রুখে দিয়েছেন উগো লরিস। দ্বিতীয়ার্ধে সিটি আরও কোণঠাসা হয়ে পড়ে ১০ জনের দলে পরিণত হলে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন ডিফেন্ডার জিনচেঙ্কো। এর পরেই অগ্রগামিতা নিয়ে নেয় টটেনহাম। ৬৩ মিনিটে দারুণ এক ভলিতে প্রথম গোলটি করেন ডাচ মিডফিল্ডার বেহরভেন। এই সপ্তাহেই পিএসভি আইন্দোভেন থেকে চুক্তিবদ্ধ হয়েছে এসেছেন তিনি।চাপ পড়ে যাওয়া সিটি আরও পিছিয়ে যায় ৭১ মিনিটে। সন হিউং মিনের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জড়ায় সিটির জালে।এই জয় অবশ্য পাঁচে উঠিয়ে দিয়েছে টটেনহামকে। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। ফলে শীর্ষ চারের আশা এখনও বেঁচে আছে তাদের। সমান ম্যাচে ৫১ পয়েন্টে দ্বিতীয় স্থানে সিটি।
Development by: webnewsdesign.com