ঝড় তুলল ‘পাঠান’-এর ট্রেলার যে পাঁচ কারণে

বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ | ১২:৩৩ অপরাহ্ণ

ঝড় তুলল ‘পাঠান’-এর ট্রেলার যে পাঁচ কারণে
apps

মুক্তির আগে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘পাঠান’ নিয়ে যেন বিতর্ক শেষই হচ্ছিল না। সিনেমাটির গান ‘বেশরম রং’ মুক্তির পর সমালোচনার ঝড় ওঠে। গানটিতে দীপিকার পোশাককে ‘অশ্লীল’ আখ্যা দেয় একদল, আরেক দল অভিযোগ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার। শাহরুখের বিরুদ্ধে হুমকি সিনেমা বর্জনের ডাক আসে। অবস্থা এমন দাঁড়ায়, ছবিটির সেন্সর পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত ১০টি দৃশ্য কর্তন সাপেক্ষে সেন্সর পায় ‘পাঠান’। কিন্তু ১০ জানুয়ারি ট্রেলার মুক্তির পর থেকেই সব সমালোচনা যেন চুপ, বিতর্ক ভুলে সবাই মেতেছেন সিনেমাটির ট্রেলারের প্রশংসায়। কিন্তু কেন এই বদল? চলুন জেনে নেওয়া যাক, ‘পাঠান’-এর ট্রেলার প্রশংসিত হওয়ার পাঁচ কারণ।

শাহরুখের উপস্থিতি

প্রায় চার বছর পর নায়ক হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ খান—ভক্তদের অপেক্ষা তাই একটু বেশিই ছিল। ‘পাঠান’-এর ট্রেলার তা কড়ায়-গন্ডায় মিটিয়েছে। বিশেষ করে অনেক দিন পর শাহরুখ খানকে এমন অ্যাকশন হিরোর চরিত্রে দেখে মুগ্ধ অনেক দর্শক। তাঁদের অনেকেই মনে করছেন, অ্যাকশন, সংলাপ মিলিয়ে ‘পাঠান’ বক্স অফিসে ঝড় তুলবে। শাহরুখের ফেরা হবে ফেরার মতোই।

দীপিকার অ্যাকশন রূপ

বছর কয়েক আগে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন বলেছিলেন, ইতিহাস-নির্ভর সিনেমা করতে করতে তিনি কিছুটা ক্লান্ত, অন্য ঘরানার সিনেমা করতে চান। ‘পাঠান’-এ যেভাবে দেখা গেছে, হিন্দি সিনেমায় এভাবে আগে দেখা যায়নি অভিনেত্রীকে। নিজের রোমান্টিক ইমেজ ঝেড়ে ফেলে পুরোদস্তুর অ্যাকশনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, যা সিনেমার গান নিয়ে তৈরি বিতর্ক ভুলিয়ে দিয়েছে।

ধুন্ধুমার অ্যাকশনের আভাস

‘পাঠান’ সিদ্ধার্থ আনন্দের সিনেমা। অ্যাকশন সিনেমা বানাতে তিনি বরাবরই পারঙ্গম, যার প্রমাণ দিয়েছেন আগের সিনেমা ‘ওয়ার’-এ। ‘পাঠান’-এর ট্রেলারে স্টান্ট, অ্যাকশন কোরিওগ্রাফি দেখে মুগ্ধ দর্শকেরা। এ ছাড়া কেবল শাহরুখ-দীপিকাই নন, ট্রেলারে খল চরিত্রে জন আব্রাহাম ও পার্শ্ব চরিত্রে আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়ার ঝলক দেখেও মুগ্ধ দর্শকেরা।

বিতর্কিত কিছু না থাকা

‘পাঠান’-এ বিতর্কিত কিছু তো ছিলই না, বরং ট্রেলারে শাহরুখ খানকে দেখা গেছে দেশপ্রেমী এক এজেন্ট হিসেবে। ট্রেলারের শেষে শাহরুখের মুখে ‘জয় হিন্দ’ সংলাপ যেন এক ঝটকায় সব বিতর্ক সরিয়ে দিয়েছে।

বিনোদনের প্রতিশ্রুতি

গত কয়েক বছরে দক্ষিণ ভারতের সিনেমা হিট হওয়ার অন্যতম কারণ হিসেবে অনেক বিশ্লেষকই বলেছেন, তামিল, তেলেগু বা কন্নড় সিনেমাগুলো বিনোদনের সব উপাদান মজুত থাকে। হিন্দি সিনেমা যা অনেক দিন ধরেই অনুপস্থিত। সাধারণ দর্শক তাই বলিউডের সিনেমা থেকে দূরে সরে যাচ্ছেন। কিন্তু ‘পাঠান’-এর ট্রেলার দেখে অনেক দর্শকই মনে করছেন, সিনেমাটিতে বিনোদনের সব উপাদানই থাকবে।

আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’। হিন্দি ছাড়াও সিনেমাটি মুক্তি পাবে তামিল, তেলেগুসহ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায়।

Development by: webnewsdesign.com