“ঝিনাইদহে সাপের কামড়ে ও পনিতে ডুবে ২ শিশুর মৃত্যু”

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | ৩:৫৯ অপরাহ্ণ

“ঝিনাইদহে সাপের কামড়ে ও পনিতে ডুবে ২ শিশুর মৃত্যু”
apps

ঝিনাইদহের শৈলকুপায় সাপেড় কামড়ে ইজাহিদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে তাকে দংশন করলে আজ শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। শিশু ইজাহিদ উপজেলার বাগুটিয়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।বাগুটিয়া গ্রামের সাহেব আলী জানান, প্রতিদিনের ন্যায় শিশু ইজাহিদ তার পিতার সাথে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে তাকে একটি বিষধর সাপে দংশন করে।

 

সাথে সাথে পরিবারের সদস্যরা তাকে গ্রামের এক কবিরাজের নিকট নিয়ে চিকিৎসা শুরু করে। কবিরাজের ঝাড়ফুক চলাকালিন শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। অন্য দিকে একই জেলায় পানিতে ডুবে আব্দুল্লাহ(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার ০৭ নং ওয়ার্ডের গোপীনাথপুর (মধ্যপড়া) গ্রামে তারিক হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে বেলা ১২টার দিকেও শিশু তুয়াম মায়ের কাছে ছিল। হঠাৎ করে সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি তাল গাছের নিচে তাল কুড়াতে যায়। সে সময় শিশুটি পুকুরে পড়ে যায়। আজ শনিবার বেলা ১টার দিকে জেলেরা ওই পুকুরে মাছ ধরতে এসে শিশুটির মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Development by: webnewsdesign.com