জেলেনস্কিকে নিরাপদ সমুদ্র পথ তৈরিতে সাহায্যের আশ্বাস এরদোগানের

মঙ্গলবার, ৩১ মে ২০২২ | ১:৩৭ অপরাহ্ণ

জেলেনস্কিকে নিরাপদ সমুদ্র পথ তৈরিতে সাহায্যের আশ্বাস এরদোগানের
apps

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কৃষিপণ্য রপ্তানির জন্য নিরাপদ সমুদ্র পথ তৈরিতে সাহায্য করার আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগানের কার্যালয় জানিয়েছে ইস্তাম্বুলে একটি পর্যবেক্ষণ কার্যালয় বানানোর বিষয়টিকেও স্বাগত জানানো হবে। যেখান থেকে কিয়েভ, মস্কো ও জাতিসংঘের সবকিছু পর্যবেক্ষণ করা হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বন্দর থেকে শস্য রপ্তানির ব্যবস্থা করে দিতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছে এরদোগানের কার্যালয়।

রাশিয়ার আক্রমণের পর থেকে কৃষ্ণসাগর হয়ে লাখ লাখ টন খাদ্যশস্য রপ্তানি করতে পারছে না ইউক্রেন।

সূত্র: রয়টার্স

Development by: webnewsdesign.com