জেলা শিশু কর্মকর্তার আসনে প্রতীকী দায়িত্বে সুমন্তা

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ | ১২:১৯ অপরাহ্ণ

জেলা শিশু কর্মকর্তার আসনে প্রতীকী দায়িত্বে সুমন্তা
apps

প্ল্যান ইন্টারন্যাশনাল, অপরাজেয় বাংলাদেশে, ইয়েস বাংলাদেশ ও ইয়ুথ ফর চেঞ্জ এর সহযোগিতায় নীলফামারী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে আয়োজিত “ক্ষমতায় সমানে সমান (Equal Power)” শীর্ষক এই গার্লস টেকওভার কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

প্রতি বছরের মত এ বছরেও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল এর ক্যাম্পেইন “গার্লস টেকওভার” মেয়েদের ক্ষমতা ও সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে আজ ১২ অক্টোবর, সকালে,জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), নীলফামারী জেলা কমিটির সহ সভাপতি সিয়াম আক্তার সুমন্তা নীলফামারী জেলার শিশু কর্মকর্তা ইমরান মিঞা এর পদে এক ঘন্টার প্রতীকি দায়িত্ব পালন করেছেন।

এসময় জেলা শিশু একাডেমি নীলফামারীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নতুন জেলা শিশু বিষয়ক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান এসময় আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ নীলফামারী জেলা কমিটির সদস্য বৃন্দ ও জেলা ভলান্টিয়ারবৃন্দ।

Development by: webnewsdesign.com