জিম্বাবুয়ের কাছে হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজছেন ডমিঙ্গো

সোমবার, ০৮ আগস্ট ২০২২ | ১১:৫৬ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের কাছে হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজছেন ডমিঙ্গো
apps

টি-টোয়েন্টি সিরিজ হারের পর স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। এমন বাজে পারফরমেন্সের পরও ক্রিকেটারদের পাশে আছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, গত দুই দিনের পারফরম্যান্সে ওয়ানডে দলকে সমালোচনা করা ঠিক হবে না। তবে এটা ঠিক যে, অনেক কাজ বাকি আমাদের। তারা চারটি সেঞ্চুরি করেছে, আমরা একটিও করতে পারিনি। কোচিং স্টাফের সদস্য এবং দলের সবাই বড় শিক্ষা পেয়েছে। বিশ্বকাপ আসছে। ভাগ্য ভাল যে, এসব ম্যাচে পয়েন্ট নেই। ডমিঙ্গো আরো বলেন,, দুটি ম্যাচেই জিম্বাবুয়ে ৬০/৩, ৪০/৪ ছিল। আমাদের ছেলেরা চাপ সহ্য করতে পারেনি। বেশি আলগা বল করে করেছে, বাজে ফিল্ডিং করেছে। ক্রিকেটাররা অনেক পরিশ্রম করছে, তবে ভুল থেকে শিক্ষা নিতে পারছে না। এটি খুবই হতাশার।

Development by: webnewsdesign.com