জাল টাকার ব্যবসায়ী ও ফেন্সিডিলসহ ২জন র‌্যাব-৯ এর জালে ধরা

মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ | ১২:৫২ অপরাহ্ণ

জাল টাকার ব্যবসায়ী ও ফেন্সিডিলসহ ২জন র‌্যাব-৯ এর জালে ধরা
apps

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থেকে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার) এর অভিযানে জাল টাকা প্রস্তুতকারী ও ব্যবসায়ী চক্রের ০১ জন সদস্যকে ০১ লক্ষ টাকা মূল্যেমানের জাল টাকা উদ্ধারসহ আটক করে।
র‌্যাব সূত্রে জানা যায়, সম্প্রতিকালে জাল টাকা তৈরির সাথে বেশ কয়েকটি চক্র জড়িত আছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। বাংলাদেশের আর্থিক চাকাকে অচল করতে এবং সাধারণ মানুষকে ধোকা দিয়ে অধিক মুনাফার লোভে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সংঘবদ্ধ কিছু চক্র সক্রিয় হয়ে পড়ছে। এই চক্রগুলো জাল টাকা তৈরি করে কয়েকজন সদস্য দিয়ে আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে দিয়ে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। দীর্ঘ অনুসন্ধানের পর এই রকম চক্রের সদস্য র‌্যাব-৯ এর জালে ধরা পড়েছে।
অনুসন্ধানের ধারাবাহিকতায় গত ১৬ জানুয়ারি ২০২২ তারিখ ১৭.২০ টার সময় র‌্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার) এর একটি আভিযানিক দল কমলগঞ্জ থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন ০৩ নং মুন্সিবাজার ইউপিস্থ মেসার্স শরীফ ট্রেডার্স প্রোপাইটর মোঃ ফরিদ মিয়ার দোকানের সামনে জাল টাকা প্রস্তুত করে নিয়ে এসে বিক্রির জন্য একটি চক্রের ০১জন সদস্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সিপিসি-২ এর আভিযানিক দলটি উক্ত স্থানে উপস্থিত হয়ে আসামী যোগেন্দ্র মল্লিক (৩৮), পিতা- দেবন্দ্র মল্লিক, সাং- রুস্তমপুর, আলীশারকুল, সাতগাঁও ইউপি, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজারকে আটক পূর্বক উপস্থিত জনগণের সামনে তার দেহ তল্লাশী করে পরিহিত নেভি ব্লু রংয়ের জ্যাকেটের বুক পকেট থেকে ০১ লক্ষ টাকা মূল্যেমানের জাল টাকাসহ ০২টি মোবাইল, ০৪টি সীমকার্ড ও নগদ- ১৯,৫০০/- টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরে জালনোট তৈরি করে আসছে। সেই সুবাধে ঢাকা থেকে জালনোট প্রস্তুতকরে নিয়ে এসে তার নিজ এলাকাসহ আশেপাশের থানা ও জেলায় জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে অপর একটি অভিযানে র‌্যাব-৯, (সদর কোম্পানী) সিলেট এর অভিযানে জেলার কোম্পানীগঞ্জ এলাকা হতে ফেন্সিডিলসহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে ১৬ জানুয়ারী২০২২ ইং ২১:৪০ টার সময় সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর আভিযানিক দলটি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ধলুইগাঁও গ্রামস্থ পূর্ব পাড়া এরশাদ আলী বাড়ির দক্ষিন পার্শ্বের খালি জায়গায় উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ১৮ বোতল ফেন্সিডিলসহ ধৃত মাদক ব্যবসায়ী ফকির মিয়া (২২),কে আটক করে। সে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মন্নাই মিয়ার পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহন পূর্বক সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

 

Development by: webnewsdesign.com