জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে বিশাল র‌্যালি ও আলোচনা সভা

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ | ৪:০৭ অপরাহ্ণ

জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে বিশাল র‌্যালি ও আলোচনা সভা
apps

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। ১৯৮৬ সালের ১ জানুয়ারি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন।

তার নেতৃত্বে দীর্ঘ ৯ বছর দেশ পরিচালনা করে জাতীয় পার্টি। ১৯৯০ সালে রাষ্ট্রমতা থেকে বিদায় নেয়ার পর দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে দলটি এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বর্তমানে বিরোধীদলীয় নেতা। দলটির চেয়ারম্যান জিএম কাদের বিরোধীদলীয় উপনেতা।

এর আগের দশম জাতীয় সংসদেও জাতীয় পার্টি ছিল প্রধান বিরোধী দলের আসনে। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এবারও পালিত হচ্ছে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারি) বেলা ২টায় সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির এক বিশাল র‌্যালিসহ সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পার্টির আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অথিতি ও সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটি ইউ তাজ রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো: উছমান আলী।

উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, আলতাফুর রহমান আলতাফ (কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সিলেট জেলা জাতীয় যুব সংহতির সভাপতি), আশিকুর রহমান আশিক (সিলেট জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক), শাহ আলম (দণি সুরমা উপজেলা আহ্বায়ক), মো: আলী হোসেন সরকার (জাপা নেতা), দিবাকর দেব নাথ (জাপা নেতা), ফারুক সরকার (সাধারণ সম্পাদক গোয়াইনঘাট), জয়নাল আবেদীন (সদস্য সচিব বিশ্বনাথ), কালাম রহমান সাহেল (ফেঞ্চুগঞ্জ), মনিরুজ্জামান (সদস্য সচিব গোলাপগঞ্জ পৌর), তাজউদ্দিন এপলু (সদস্য সচিব দণি সুরমা), দেলোয়ার হোসেন (গালাপগঞ্জ), নুরউদ্দিন কমান্ডার (সনিয়র সহ-সভাপতি জৈন্তাপুর), শাহজান সিরাজী (আহ্বায়ক সদর উপজেলা), কাওছার আহমদ চৌ: (সদস্য সচিব জালালাবাদ), মকবুল হোসেন (সাধারণ সম্পাদক ওসমানী নগর), মাসুদ মিয়া চৌ: (সাবেক চেয়ারম্যান কোম্পানীগঞ্জ), আব্দুল মতিন মলাই (সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা), কবির আহমদ (আহ্বায়ক গোলাপগঞ্জ উপজেলা), জহির উদ্দিন (আহ্বায়ক গোলাপগঞ্জ পৌর-কমিটি), হুমায়ুন কবির চৌ: (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিলেট জেলা), আলহাজ্ব কুনু মিয়া (সাবেক সভাপতি সিলেট জেলা)।

এছাড়াও সিলেটের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলে কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ-মাহফিলের কর্মসূচি পালন করা ছাড়াও মধ্যহ্নভোজের আয়োজন করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

Development by: webnewsdesign.com