“জাতিসংঘের তিনটি সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত বাংলাদেশ”

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ | ৪:১৪ অপরাহ্ণ

“জাতিসংঘের তিনটি সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত বাংলাদেশ”
apps

বিশ্বের স্বাধীন জাতিসমূহের সংগঠন জাতিসংঘের তিনটি সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য (মেয়াদ ২০২১-২০২৩) নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

সংস্থা তিনটি হলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং জাতিসংঘের প্রকল্প কার্যালয় (ইউএনওপিএস)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫৪ সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর ৮টি অঙ্গ সংস্থার এই নির্বাচন সোমবার জাতিসংঘ সদরদপ্তরে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

৫৪ ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়ে সংস্থা তিনটির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। নির্বাচনে মাত্র একটি সদস্য দেশ ভোট প্রয়োগ থেকে বিরত থাকে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে নব-নির্বাচিত এই নির্বাহী বোর্ড কাজ শুরু করবে।

বাংলাদেশ বর্তমানেও ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বর্তমানে ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

Development by: webnewsdesign.com