জরুরী ভিত্তিতে বাংলাদেশে ২৫ হাজার টন পেঁয়াজ পাঠাচ্ছে ভারত..

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ | ১১:১৯ পূর্বাহ্ণ

জরুরী ভিত্তিতে বাংলাদেশে ২৫ হাজার টন পেঁয়াজ পাঠাচ্ছে ভারত..
apps

বাংলাদেশে পেঁয়াজ রফতানিতে নিধেধাজ্ঞা চলছে ভারতে। এরই মাঝে জরুরী ভিত্তিতে ২৫ হাজার টন পেঁইয়াজ বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটি। আজ (শুক্রবার) সন্ধ্যায় নয়াদিল্লীর একটি সূত্র থেকে এই তথ্য জানা গিয়েছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভারতের ডায়‌রেক্ট‌রেট জেনা‌রেল অব ফ‌রেন ট্রেড তাদের দেশ থেকে সব ধরণের পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই। এতে বাংলাদেশে বেড়ে যায় পেঁয়াজের দাম।

পরে বাংলা‌দেশ সরকার‌কে আগেভা‌গে না জা‌নি‌য়ে হঠাৎ রফতা‌নি বন্ধ করায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই ক‌মিশ‌নে চি‌ঠি দেয়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মো‌মেন ইতোম‌ধ্যে ব‌লে‌ছেন, ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ পেঁয়া‌জ রফতানি বন্ধ করায় অনুতপ্ত।

Development by: webnewsdesign.com