জবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

শনিবার, ১৬ অক্টোবর ২০২১ | ৬:০৯ অপরাহ্ণ

জবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
apps

মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সেল সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৪ টি বিশ্ববিদ্যালয় যথা ১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২ . জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৪. বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫ টি কলেজ যথা- ১. ঢাকা কলেজ ২. সরকারি তিতুমীর কলেজ ৩. কবি নজরুল সরকারি কলেজ ৪. সরকারি বাংলা কলেজ ও তেজগাঁও কলেজের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আরো বলা হয়েছে, উক্ত ইউনিট সমূহকে বেগম খালেদা জিয়ার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সংগ্রামে কার্যকরী ভূমিকা রাখার লক্ষ্যে ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দিক নির্দেশনা মতে, ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ৩০ (ত্রিশ) দিন তথা ১৫- ১১-২০২১ ইং তারিখের মধ্যে নতুন আহবায়ক কমিটি পুনর্গঠন করা হবে।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজ এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে ও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Development by: webnewsdesign.com