জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারও দেশসেরা রাজশাহী কর্পোরেশন

সোমবার, ১৭ অক্টোবর ২০২২ | ২:২৪ অপরাহ্ণ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারও দেশসেরা রাজশাহী কর্পোরেশন
apps

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১২ সিটি কর্পোরেশনের মধ্যে আবারও দেশসেরা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। ২০২১ সালের পর ২০২২ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ১২ সিটি কর্পোরেশনের মধ্যে ১ম স্থান অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা প্রদান করায় রাজশাহীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষ্যে রবিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

Development by: webnewsdesign.com