জটিল রোগে আক্রান্ত ভোলার মেধাবী ছাত্র হারুন, সাহায্য কামনা

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ | ৭:২৬ অপরাহ্ণ

জটিল রোগে আক্রান্ত ভোলার মেধাবী ছাত্র হারুন, সাহায্য কামনা
apps

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ এর ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-২০১৭ সেশনের শিক্ষার্থী মোঃ হারুন মৃত্যু পথেরযাত্রী।

হারুনের বড় ভাই মোঃ কবির জানান, প্রায় ৩ বছর ধরে হিপ জয়েন্ট (কোমর আর পায়ের সংযোগে অবস্থিত) ক্ষয়ের সমস্যায় ভুগছে তার হারুন, এখন হাটা-চলা বন্ধ হয়ে বিছানায় শয্যা শায়িত অবস্থায় রয়েছে হারুন।

ঢাকার পঙ্গু হাসপাতাল,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)সর্বশেষ ভারতের বেলর ক্রিস্টিয়ান হাসপাতাল,কলকাতা রুবি জেনারেল হাসপাতাল,পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে এটি হিপ জয়েন্ট এ্যাভাসকুলার নেক্রোসিস।

হারুনকে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা নিতে সুপারিশ করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা,চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৭ লাখ টাকা প্রয়োজন। মোঃ হারুন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের আবু মাঝি বাড়ির আবদুল মালেকের ছেলে। তিন ভাইয়ের মধ্যে হারুন সকলের ছোট। তার বড় ভাই কবির ওমানে চাকরিরত অবস্থায় ছিল কিন্তু লকডাউন এর মধ্যেই চাকরি ফেরত হিসেবে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

তার বড় ভাই বলেন,বিদেশে কর্মরত থাকাকালে ওর চিকিৎসা চালানোর চেষ্টা করেছি। এখন বাড়িতে আছি বেকার অনেকদিন।দুমুঠো খাবার যোগাড় করতে ও পারি না পরিবারের জন্য উপোস থাকতে হয়, ভাই এর চিকিৎসা করাব কিভাবে।

পরিবারের খরচ ও চিকিৎসা করাতেই সব সম্বল শেষ হয়ে গেছে।এ ছাড়া ব্যাংক লোন রয়েছে প্রায় দুই লাখ টাকা। বিক্রি করার মতো জমিজমা নেই। চিকিৎসার ব্যয় যোগাতে তার পরিবার সবার নিকট সাহায্য প্রার্থনা করেছেন।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ 01729680542 (বিকাশ-নগদ পার্সোনাল)।

Development by: webnewsdesign.com