জগন্নাথপুরে ২৮৫০১ জন শিশুকে খাওয়ানো হলো ‘ভিটামিন এ ক্যাপসুল’

রবিবার, ১২ জানুয়ারি ২০২০ | ৬:৫০ পূর্বাহ্ণ

জগন্নাথপুরে ২৮৫০১ জন শিশুকে খাওয়ানো হলো ‘ভিটামিন এ ক্যাপসুল’
apps

সুনামগঞ্জের জগন্নাথপুরে মোট ২৮৫০১ জন শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ ক্যাপসুল। ১১ জানুয়ারি শনিবার জাতীয় ভিটামিন এ ক্যাপসুল দিবসে উপজেলার ২১৭টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ৩০৮৫ জন শিশু ও ১১ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ২৫৪১৬ জন সহ দুই ধাপে মোট ২৮৫০১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করেন।

এতে পৃথক ভাবে বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শায়খুল ইসলাম, ডাঃ সুপ্রিয়া রাণী রায়, ডাঃ দিলোয়ারা ইয়াসমিন, ডাঃ মাকসুদা রিমি, ডাঃ ইসরাত জাহান লুবনা, ডাঃ জুবায়ের আহমদ, ডাঃ জাহিদুল হাসান, ডাঃ খোকন চন্দ্র সাহা, ডাঃ শহিদুল্লাহ কায়সার, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক, স্বাস্থ্য পরিদর্শক আশিষ চন্দ্র দেব, আতর আলী, ধীরেন্দ্র কুমার দেব, রুমি রায়, সুমন্ত দেবনাথ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ।

Development by: webnewsdesign.com