জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ বেকারীকে জরিমানা

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ | ৮:৩৯ অপরাহ্ণ

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ বেকারীকে জরিমানা
apps

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি বেকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: ইয়াছির আরাফাত সদর বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় পৌর শহরের ইকড়ছই এলাকায় ছায়ানীড় বেকারী নামক একটি খাদ্য সামগ্রীর তৈরীর কারখানায় নোংরা, ময়লা, ভেজা, বিভিন্ন বেকারি পণ্য তৈরী করায় এবং বিএসটিআই এর কোন লাইসেন্স না থাকায় স্বত্বেও লগো ব্যবহার করার অপরাধে বেকারির ম্যানেজার আলমগীর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া শহরের সুনামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা বেকারী মালিক হাবিবুর রহমান হাবিবকে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় এবং অস্বাস্থকর নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বাজারজাত করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বিএসটিআই সিলেট অফিসের ফিল্ড অফিসার মো: মতিন উপস্থিত ছিলেন। এছাড়াও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে বেকারী জাতীয় পন্য উৎপাদন ও বাজারজাত কারী প্রতিষ্টানগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন সচেতন মহল।

Development by: webnewsdesign.com