জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ | ৯:০৪ অপরাহ্ণ

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
apps

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানাযায়, ২৩ ডিসেম্বর সোমবার একটি নারী ঘটিত ও ইজিবাইক সংক্রান্ত বিষয় নিয়ে জগন্নাথপুর পৌর ভবনে শালিস বৈঠক হয়। বৈঠকে সাবেক পৌর কাউন্সিলর সুহেল আমিনের রসিকতা সূলভ কথা নিয়ে আলোচনা হয়। এ সময় বৈঠক পরিচালনায় নিয়ে বর্তমান পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন ও জাহাঙ্গীর মিয়া নামের এক ওমান প্রবাসীর মধ্যে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে মসজিদের মাইকে লোকজনদের সমবেত করে হবিবপুর পশ্চিমপাড়া ও হবিবপুর মাঝপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধা ঘন্টা ব্যাপী সংঘর্ষে এলোপাতারি ইট পাটকেলের আঘাতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। ততক্ষনে সংঘর্ষে হাজী হাসান, শুকুর আলী, নেছার আলী, জিয়াউল হক, জহিরুল ইসলাম, শাকিনুর রহমান, সাজু মিয়া, আবদাল মিয়া, সাকিল মিয়া সহ উভয় পক্ষে কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

 

এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক আছে।

Development by: webnewsdesign.com