ছোট আয়োজনের মাধ্যমেই বাইডেনের শপথ অনুষ্ঠান

রবিবার, ০৩ জানুয়ারি ২০২১ | ৫:৫১ অপরাহ্ণ

ছোট আয়োজনের মাধ্যমেই বাইডেনের শপথ অনুষ্ঠান
apps

আগামী ২০ জানুয়ারি অভিষেক হবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেনের। একই দিন দুপুরে বিদায় নেবেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জো বাইডেনের আসন্ন অভিষেক ও শপথ অনুষ্ঠান আকারে খুব একটা বড় হবে না। ডেমোক্র্যাট শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস মহামারি পরিস্থিতির জন্য ছোট করে অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছে।

এ প্রসঙ্গে জো বাইডেন বলছেন, মহামারির মধ্যে আমেরিকার জনগণকে নিরাপদ রাখা তার লক্ষ্য। তবে করোনা বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে মার্কিনিদের অভিষেক অনুষ্ঠান উপভোগ করতে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

অভিষেক অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে আছে দ্য জয়েন্ট কংগ্রেসনাল কমিটি অন ইনঅগুরাল সিরিমনিজ (জেসিসিআইসি)। দুই সপ্তাহ আগে তারা জানায়, ক্যাপিটল তথা মার্কিন কংগ্রেসের ওয়েস্ট ফ্রন্টে আয়োজন হবে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান। তাতে উপস্থিতির সংখ্যা কাটছাঁট করা হবে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এমনটি করা হবে।

Development by: webnewsdesign.com