চুয়াডাঙ্গার ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে ৯ স্বর্ণের বার জব্দ

বুধবার, ১৩ জানুয়ারি ২০২১ | ১০:২৮ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গার ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে ৯ স্বর্ণের বার জব্দ
(ছবি- সংগৃহীত)
apps

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে ৯টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার দিনগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফুলবাড়ি সীমান্তের চাকুলিয়া গ্রামের একটি বাঁশ বাগানের ভেতর থেকে এক কেজি ৫০ গ্রাম (৯০ ভরি) ওজনের ৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ ২০ হাজার টাকা। স্বর্ণের বারগুলো কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

Development by: webnewsdesign.com