শীতকাল এলেই ঠান্ডা পানি দিয়ে গোসল করতে অনেকেই চায়না। তাই গোসলের জন্য গরম পানি ব্যবহার করা হয়। তবে একটা কথা মনে রাখতে হবে, গোসলের সঙ্গে আপনি যদি চুলেও গরম পানি ব্যবহার করেন তাহলে মারাত্মক বিপদ হতে পারে।
চলুন জেনে নিই কি কি সমস্যা হতে পারে…
চুল পড়া: গরম পানিতে গোসল করলে চুল ভেঙ্গে যেতে পারে। আর এই গরম পানি মাথার স্কিনের পোরগুলো খুলে দেয়, যা চুলের গোড়া নরম করে ফেলে। আর এতেই চুল পড়ে যায়।
চুল রুক্ষ হওয়া: নিয়মিত গরম পানি ব্যবহারে মাথার ত্বকের ও চুলের প্রাকৃতিক তেল কেটে ফেলে, আর এতে চুল রুক্ষ, প্রাণহীন ও নিস্তেজ হয়ে যায়।
খুশকির সমস্যা: মাথায় খুশকি হওয়ার অন্যতম কারণ হচ্ছে মাথার ত্বক শুকিয়ে যাওয়া। আর গরম পানি ব্যবহারে মাথার ত্বক শুকিয়ে যায়। এতে মাথায় চুলকানি ও খুশকির সমস্যা বাড়ে।
সমাধান: একটা কথা মনে রাখতে হবে খুব বেশি ঠান্ডা পানিও আবার মাথার ত্বকের জন্য ভালনা। আর এই জন্যই চুল ধুতে হালকা গরম পানি ব্যবহার করতে হবে। কারণ এতে একদিকে চুলের ক্ষতি যেমন, তেমনি চুল পরিষ্কারও হবে।
Development by: webnewsdesign.com