চীনা সেনা সদস্যরা কাঁদতে কাঁদতে যাচ্ছে ভারত সীমান্তে

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ | ১১:১৫ পূর্বাহ্ণ

চীনা সেনা সদস্যরা কাঁদতে কাঁদতে যাচ্ছে ভারত সীমান্তে
apps

চীন-ভারত উত্তেজনা চলাকালে দায়িত্ব পালনের জন্য পিপলস্ লিবারেশন আর্মির (পিএলএ) বেশ কয়েকজন সদস্য কাঁদতে কাঁদতে রওনা হয়েছে ভারত সীমান্তের দিকে। এ রকম একটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে ২০ সেপ্টেম্বর। ভিডিওটিতে দেখা গেছে যে প্রায় এক ডজন চীনা যুবক কান্নাকাটি করে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

পাকিস্তানি কৌতুকাভিনেতা জায়েদ হামিদ ভিডিওটি আপলোড করেন। এতে দেখা যায়, বাসের ভিতরে বসা কম বয়সের পিএলএ সেনারা কাঁদছে।

জায়েদ হামিদ লিখেছেন, ভারতীয় সেনাদের মোকাবিলা করতে এদের লাদাখ সীমান্তে বদলি করা হয়েছে। চীনের ‘এক সন্তানই যথেষ্ট’ নীতির বিরূপ প্রভাবে সেনা রিক্রুট করায় সমস্যা দেখা দিয়েছে। তাই কাঁচা বয়সীদের সৈন্য বানাতে হচ্ছে।

পাকিস্তান ঘনিষ্ঠ বন্ধু চীনের। তা সত্ত্বেও হামিদ দেশটির অপক্ব ছেলেদের পিএলএর সদস্য বানানো নিয়ে মশকরা করেন। তিনি লেখেন, ‘আমরা পাকিস্তানিরা তোমায় সমর্থন করি চীন। সাহসী হও।’

Development by: webnewsdesign.com