চীনকে হুঁশিয়ারি দিয়েছিলেন ব্লিঙ্কেন

রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১:০৮ অপরাহ্ণ

চীনকে হুঁশিয়ারি দিয়েছিলেন ব্লিঙ্কেন
চীনকে হুঁশিয়ারি দিয়েছিলেন ব্লিঙ্কেন
apps

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার সকালে শীর্ষ চীনা কূটনীতিক ওয়াং-ই এর সাথে ‘গোয়েন্দা বেলুন’ নিয়ে কথা বলেন। ওই কথোপকথনে তিনি স্পষ্ট করে বলেন, নিজ দেশের স্বার্থরক্ষার জন্য সকল পদক্ষেপ যুক্তরাষ্ট্র সংরক্ষণ করে।

মার্কিন প্রশাসনের একজন জ্যেষঠ কর্মকর্তা শনিবার সিএনএনকে এই তথ্য জানিয়েছেন। নজরদারি বেলুন গুলি করে ভূপাতিত করার আগে যুক্তরাষ্ট্র চীনকে জানিয়েছিল কিনা সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা এমন তথ্য জানান।

মার্কিন সামরিক কর্মকর্তারা শনিবার বিকালে পূর্ব উপকূলের কাছে সন্দেহভাজন গুপ্তচর বেলুনটি ক্যারোলিনাসের কাছে আটলান্টিক মহাসাগরের ওপর গুলি করে ভূপাতিত করে।

Development by: webnewsdesign.com