চায়না প্রজাতির হাঁস পালনে সফলতা

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০ | ৫:৩৪ অপরাহ্ণ

চায়না প্রজাতির হাঁস পালনে সফলতা
apps

চায়না প্রজাতির হাঁস লালন পালন করে সফলতা অর্জন করা সম্ভব। যার নাম বেইজিং জাতের হাঁস। বেইজিং জাতের হাঁস লালন পালন করা খুবই সহজ এবং কোনো প্রকারের প্রতিকূলতার সৃষ্টি হয় না। দেশীয় হাঁসের মত দেশীয় খাবার খাওয়ানো যায় বলে আমাদের দেশে এই হাঁস ভালোভাবে লালন পালন করা যাবে।


যেহেতু হাঁস সব সময় পানিতে থাকতে পছন্দ করে সেজন্য হাঁসের বাসস্থানের আশে পাশে পানি থাকার ব্যবস্থা করতে হবে। খাবার এবং পানি দিতে হয় নির্দিষ্ট সময়ে। ছবিটি কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধূপুর গ্রাম থেকে তোলা।

Development by: webnewsdesign.com