চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে চাল আমদানিতে শুল্ক ও অন্যান্য করহার কমিয়েছে সরকার। ১৫ শতাংশ শুল্ক কমিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রজ্ঞাপনে বলা হয়, বাসমতি ও অ্যারোমেটিক (সুগন্ধযুক্ত) ব্যতীত চাল আমদানিতে আরোপিত শুল্ক কর ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং সমুদয় রেগুলেটরি ডিউটি থেকে শর্ত সাপেক্ষে অব্যাহতি প্রদান করা হয়েছে। ফলে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সব ধরনের সিদ্ধ ও আতপ চাল ১০ শতাংশ শুল্কে আমদানি করা যাবে।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আমদানিকারকরা ১০ শতাংশ শুল্কে সিদ্ধ ও আতপ চাল আমদানির আগে প্রতিটি চালানের জন্য খাদ্য মন্ত্রণালয়ের মনোনিত যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুমোদন নিতে হবে। তবে বাসমতি কিংবা সুগন্ধযুক্ত চাল আমদানি পুর্বনির্ধারিত (২৫ শতাংশ) শুল্কেই করতে হবে।
Development by: webnewsdesign.com