২০২১-২২ অর্থবছরে সাব-রেজিস্ট্রারের কার্যালয়; কাজিপুর, সিরাজগঞ্জ-এ মোট রাজস্ব আদায়করেছে মোটঃ ৪,০৭,০৭,৫৮৩ (চার কোটি সাত লক্ষ সাত হাজার পাঁচশত তিরাশি) টাকা মাত্র। গতকাল সাব- রেজিস্ট্রার কাজিপুর (মেঘাই) অফিসে সাব- রেজিস্ট্রার আসিফ নেওয়াজ এ তথ্য জানিয়েছেন। কাজিপুরে দুটি কার্যালয়ের
গান্ধাইল অফিসঃ ১,৯২,৮৩,৭০৫ (এক কোটি বিরানব্বই লক্ষ তিরাশি হাজার সাতশত পাঁচ) টাকা,
কাজিপুর অফিসঃ ২,১৪,২৩,৮৭৮ (দুই কোটি চৌদ্দ লক্ষ তেইশ হাজার আটশত আটাত্তর) টাকা।
মোটঃ ৪,০৭,০৭,৫৮৩ (চার কোটি সাত লক্ষ সাত হাজার পাঁচশত তিরাশি) টাকা। তিনি আরও বলেন
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নে অংশীদার হতে পেরে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মচারী হিসেবে গর্বিত। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান “নিবন্ধন অধিদপ্তর” উন্নত বাংলাদেশ গড়তে গুরত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং আগামীতে তা আরো বেগবান হবে ইনশাআল্লাহ।
তিনি আরও জানান, আমরা শুধু এক অর্থবছরে বিভিন্ন খাত থেকে আদায়কৃত রাজস্ব শেয়ার করছি। এটা কেবলমাত্র জনগণের জ্ঞাতার্থে। সাব-রেজিস্ট্রি অফিস যে দলিল রেজিস্ট্রি এবং রেকর্ড সংরক্ষণ ছাড়াও বিপুল রাজস্ব আদায় করে থাকে, এই বার্তা পৌছে দেয়াই উদ্দেশ্য।
আমরা দলিল রেজিস্ট্রেশনের ফিস ছাড়াও সরকারের অন্যান্য দপ্তরের রাজস্ব আদায় করে থাকি। যেমনঃ স্থানীয় সরকার কর (জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা কর), স্ট্যাম্প শুল্ক, উৎস কর, ভ্যাট, কোর্ট ফি এবং বিধি মোতাবেক নগদ ফিস সমূহ আদায় করে থাকি।
আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রাধীন , আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ নিবন্ধন অধিদপ্তর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান। তবে এই কর্মযজ্ঞের অংশিদার হিসেবে অফিসের স্থায়ী-অস্থায়ী কর্মচারি, নকল নবিশ ও দলিল লেখকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি ।তিনি রাজস্ব আদায় বৃদ্ধির জন্য দলিল লেখক সমিতির সদস্য সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
Development by: webnewsdesign.com