চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৯৮ জনের করোনা শনাক্ত

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ | ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৯৮ জনের করোনা শনাক্ত
apps

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ২৬৩ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন চট্টগ্রামে।

মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৩৩টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৮৪টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ২৮টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৯৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৪৫৭ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৮৮ জন এবং বিভিন্ন উপজেলার ১০ জন।

Development by: webnewsdesign.com