চট্টগ্রামে বাস চাপায় বৃদ্ধ নিহত, সড়ক অবরোধ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ | ৫:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামে বাস চাপায় বৃদ্ধ নিহত, সড়ক অবরোধ
apps

চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বড়দিঘির পাড় সুলতান নসরত শাহ জামে মসজিদ এলাকায় বাস চাপায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা চট্টগ্রাম-হাটহাজারী সড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে। নিহত হাজী মুছা সওদাগরের গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার উত্তর মাদাশায়। তিনি পরিবার নিয়ে থাকতেন একই উপজেলার আমানবাজার এলাকায়।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় একই স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্থানীয় তাজু মিয়া সওদাগর বাড়ির ইলিয়াসের ছেলে দিদার আলম ভুলু। মসজিদের সামনে রোড অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনায় শিকার হন তিনি।

সড়ক দুর্ঘটনাপ্রবণ এই এলাকায় ডিভাইডার স্থাপনের দাবিতে স্থানীয়রা সোমবার (১৬ নভেম্বর) সকালে মানববন্ধন করেছেন। কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই আজ মঙ্গলবার সকালে একই জায়গায় বাস চাপায় নিহত হন এক বৃদ্ধ।

পারিবারিক সূত্র জানিয়েছে, আজ সকালে ফজরের নামাজ পড়ে প্রতিদিনের মতো চট্টগ্রাম-হাটহাজারী সড়কে হাঁটতে বের হয়েছিলেন মুছা সওদাগর। সকাল সাড়ে ৭টার দিকে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম শহর অভিমুখী একটি বাস (চট্টমেট্রো-চ-১১-১৭২৮) তাকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে অন্তত ৪০ ফুট দূরে নিয়ে যায়। ঘটনাস্থলেই মুছার মৃত্যু হয়। রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকে বাসের নিচে। সকাল সোয়া ৯ টার দিকে হাইওয়ে পুলিশ বাসের নিচ থেকে ওই বৃদ্ধের লাশ তুলে পরিবারকে হস্তান্তর করেছে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা চট্টগ্রাম-হাটহাজারী সড়কে ব্যারিকেড দেয়৷ সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এর আগে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ এসে অনুরোধ করলেও বিক্ষুব্ধ জনতা ব্যারিকেড তুলে নিতে অস্বীকৃতি জানান। এসময় দুর্ঘটনাপ্রবণ সড়কের অংশে ডিভাইডার স্থাপনের দাবিতে বিক্ষুব্ধ জনতা শ্লোগান দিতে থাকেন। সড়কে ব্যারিকেড দেয়ায় প্রায় দুই ঘণ্টা যাবৎ শহর এবং উত্তর চট্টগ্রাম অভিমুখী শত শত যাত্রী আটকা পড়েন। অনেক মানুষকে পায়ে হেঁটে গন্তব্যের দিকে ছুটে যেতে দেখা যায়। এসময় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা।

স্থানীয় বাসিন্দা আবু তাহের বলেন, সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম-হাটহাজারী সড়কের (অক্সিজেন থেকে হাটহাজারী সদর) ১২ কিলোমিটার অংশ জুড়ে ডিভাইডার স্থাপন করলেও সুলতান নসরত শাহ জামে মসজিদের সামনে উত্তর-দক্ষিণে অন্তত ৫০০ ফুট জায়গায় কোনো সড়ক ডিভাইডার স্থাপন করেনি। ফলে প্রতিদিন এ জায়গায় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। গত এক বছরে অন্তত চারজন মানুষ এ জায়গায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।

সড়কে ডিভাইডার কেন দেওয়া হয়নি জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Development by: webnewsdesign.com