“চট্টগ্রামে তরুণদের উদ্যোগে ৫০০ গজ সড়ক সংস্কার”

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ | ৬:৪৫ অপরাহ্ণ

“চট্টগ্রামে তরুণদের উদ্যোগে ৫০০ গজ সড়ক সংস্কার”
ফাইল ছবি
apps

সামাজিক সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলা এবং মার্সি ইউনিভার্স সংগঠনের যৌথ উদ্যোগে চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের পূর্বপাড় থেকে বোয়ালখালী অংশের প্রায় ৫০০ গজ সড়ক সংস্কার করা হয়। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তরুণ সংগঠকদের উদ্যোগে সড়কটি সংস্কার করা হয়।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ‘যাত্রা হোক নিরাপদ’ শীর্ষক পরিকল্পনার অংশের এই সামাজিক কাজে সহযোগিতা করে মার্সি ইউনিভার্স।

সড়ক সংস্কারকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, মার্সি ইউনিভার্সের সভাপতি আবরার নেওয়াজ ও সহ-সভাপতি শাগুফতা পারভীন, সংগঠনের জনসংযোগ কর্মকর্তা মো. মোদাচ্ছের হোসাইন প্রমুখ।
তরুণরা জানান, এ রাস্তা দিয়ে প্রতিদিন গড়ে তিন-চার হাজার গাড়ি চলাচল এবং প্রায় ২০ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। ইতোপূর্বে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। কর্তৃপক্ষ রাস্তাটি বারবার সংস্কার করলেও বৃষ্টির পানি জমায় তা কিছুদিন পরই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

এখনও সড়কটি গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই আমরা স্বেচ্ছাসেবীরা কনক্রিট ও বালি দিয়ে রাস্তার গর্তগুলো ভরাট করে কিছুটা উঁচু করে দেয়ার উদ্যোগ গ্রহণ করি। এর মাধ্যমে সড়কে পানি না জমে রাস্তাটি গাড়ি চলাচলের উপযোগী করে তোলা হয়।

Development by: webnewsdesign.com