চট্টগ্রাম শহরের চালিতাতলী এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এ ঘটনায় মো. ইদ্রিস আলী (৩৫) নামের এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় এক অটোরিকশাচালককে হাসপাতালে আনা হয়েছে। তার চিকিৎসা চলছে।”
এ দিকে টানা দুই দিনে একই স্থানে পরপর দুটি গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হতে পারে।
উল্লেখ্য, এর আগের দিন বুধবার (৫ নভেম্বর) একই এলাকায় গোলাগুলির ঘটনায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ ও চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা গুলিবিদ্ধ হন। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার বাবলার মৃত্যু হয়।
পুলিশ বলছে, পরপর দুই দিনে একই এলাকায় সংঘর্ষের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।
Development by: webnewsdesign.com