চট্টগ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব হাজার হাজার মানুষ

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০ | ৮:১২ অপরাহ্ণ

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব হাজার হাজার মানুষ
apps

চট্টগ্রামের মির্জাপোল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াইশ ঘর পুড়ে গেছে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে কাঁচাপাকা ঘর। সব হারিয়ে নিঃস্ব এখন কয়েক হাজার মানুষ।

সরু গলি ও আগুন নেভানোর জন্য বস্তির আশপাশে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

 

 

 

আগুনে সব হারিয়ে এখন নিঃস্ব বস্তির কয়েক হাজার মানুষ। পুড়ে গেছে শেষ সম্বল। নেই মাথা গোঁজার ঠাঁইটুকুও।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে হঠাৎ করেই নগরীর মির্জাপোল বস্তির পশ্চিম দিকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। বস্তিবাসী কিছু বুঝে উঠার আগেই আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১২টি গাড়ি দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে যায় পুরো বস্তি।

আগুন নেভাতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বস্তিবাসী। তারা বলেন, অবহেলা, ঠিক সময়ে ফায়ার সার্ভিসের গাড়ি না আসা, পানি না দিতে পারার কারণে আগুনে সব পুড়ে গেছে।

সরু গলি ও বস্তির আশে পাশে পানির কোন ব্যবস্থা না থাকায় আগুন নিভাতে দেরি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, কেউ আহত হয়েছে বা কেউ আটকা পড়েছে এ ধরনের কোনো তথ্য আমরা পাইনি। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Development by: webnewsdesign.com