ঘুষের বাকি টাকার জন্য বাড়ির ছাগল নিয়ে গেলেন দুই এএসআই

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৪৯ অপরাহ্ণ

ঘুষের বাকি টাকার জন্য বাড়ির ছাগল নিয়ে গেলেন দুই এএসআই
apps

ঘুষের দাবিকৃত বাকি টাকা দিতে না পারায় বাড়ির ছাগল উঠিয়ে নিয়ে গেলেন দুই এএসআই। ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটেছে কুমিল্লার বরুড়ায়।
এ ঘটনায় রোববার রাতে বরুড়া থানা পুলিশের অভিযুক্ত এএসআই ইব্রাহিম খলিল এবং ইসমাঈল হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

অভিযোগে জানা যায়, গত ২০ জানুয়ারি রাত ৯টার দিকে উপজেলার শাকপুর গ্রামের ব্যবসায়ী ফরিদ উদ্দিন নিজ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এএসআই ইব্রাহিম খলিল ও ইসমাইল হোসেন ওই ব্যবসায়ীকে সন্দেহজনক ভাবে আটক করে। এ সময় একই এলাকার শিপন নামে আরেক কিশোরকেও আটক করা হয়।

 

 

 

 

ব্যবসায়ী ফরিদ ও কিশোর শিপনকে তল্লাশি করে কোনো প্রকার অবৈধ পণ্য না পাওয়া গেলেও ওই দুই পুলিশ কর্মকর্তা তাদেরকে আটক করে রাখে। পরে ফরিদ উদ্দিনকে গাঁজা দিয়ে ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে দালালের মাধ্যমে আটকদের পরিবারের কাছ থেকে ঘুষ দাবি করা হয়। পরে দালালের মাধ্যমে ফরিদ উদ্দিন বাবদ ১ লাখ টাকা এবং কিশোর শিপন বাবদ ৩০ হাজার টাকা দেয়া হলে তাদের ছেড়ে দেয়া হয়।

পরদিন সকালে ওই কিশোরের পরিবারের কাছে তারা আরো ৩০ হাজার টাকা দাবি করেন। ওই কিশোরের পরিবার ঘুষের বাকি টাকা জোগাড় করতে না পারায় তার বাড়ি থেকে একটি ছাগল নিয়ে যান তারা।

 

 

 

 

এ ঘটনার বিচার চেয়ে গত ২২ জানুয়ারি বিকেলে কুমিল্লা এসপি কার্যালয়ে লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী ফরিদ উদ্দিন। পরে এসপি কার্যালয়ের তদন্ত টিম ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দিলে রোববার রাতে ওই দুই এএসআইকে ক্লোজড করা হয়।

এ বিষয়ে বরুড়া থানার ওসি ইকবাল বাহার জানান, প্রশাসনিক কারণে ওই দুই এএসআইকে ক্লোজড করা হয়েছে।

Development by: webnewsdesign.com