গ্রাম পর্যায়ে ক্রিকেটের উন্নতি হলে বাংলাদেশ ক্রিকেট আরো ভালো করবে অদূর ভবিষ্যতে :এম এ মান্নান

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০ | ৬:১৫ অপরাহ্ণ

গ্রাম পর্যায়ে ক্রিকেটের উন্নতি হলে বাংলাদেশ ক্রিকেট আরো ভালো করবে অদূর ভবিষ্যতে :এম এ মান্নান
apps

 

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছে, ‘খেলাধুলা মানুষের চরিত্র গঠনে বিশেষ ভূমিকা। নেতৃত্ব মানতে শেখায়। সম্প্রীতির বন্ধন অটুট করে। তবে শুধু খেলাধুলা করলেই হবে তরুণদের দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে। ক্রিকেট বাংলাদেশের মান অনেক উপরে নিয়ে গেছে। গ্রাম পর্যায়ে ক্রিকেটের উন্নতি হলে বাংলাদেশ ক্রিকেট আরো ভালো করবে অদূর ভবিষ্যতে।’ তিনি আরো বলেন, ‘সুনামগঞ্জ আমাদের জেলা। এ জেলাকে আমরা উন্নয়ন দিয়ে সাজাতে চাই। এতে সকলের সহযোগিতা দরকার। বাংলাদেশ সরকার দেশের উন্নয়ন করে যাচ্ছে।’ শুক্রবার বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জের পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে আন্ত: ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হকের সভাপতিত্বে ও পশ্চিম পাগলা ক্রিকেট এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. আজাদ হোসেনের পরিচালনায় খেলার উদ্বোধনী বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি হাজি আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি আবদুল হেকিম, আওয়ামীলীগ নেতা তেরাব আলী।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জয়কল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন ও সাবেক সদস্য সচিব রাজন হোসেন ।

টুর্মামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিক পশ্চিম পাগলার মুখোমুখি হয় উপজেলা সদর ইউনিয়ন জয়কলস। খেলায় আম্পায়ারের বাংলাদেশ আম্পায়ার এ্যাসোসিয়েশন সুনামগঞ্জের তালিকাভুক্ত আম্পায়ার আলী হোসেন ও দক্ষিণ সুনামগঞ্জ ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুব রহমান হাবিব। খেলায় ধারা বিবরণ করেন জুনেদ আহমদ, রুমেল মিয়া ও মাছুম আহমদ।

উপস্থিত ছিলেন- পশ্চিম পাগলা ইউপি সদস্য আলী আহমদ, ক্ষিতিশ দেবনাথ, রনজিত সূত্রধর, শওকতুল ইসলাম, কবিন্দ্র দাস কবি, নূরুল হক, পশ্চিম পাগলা ক্রিকেট এ্যাসোসিয়েশের সভাপতি মনসুর উদ্দিন, সহ-সভাপতি শাহিন আহমদ, বদরুল আলম টিপু, সাধারণ সম্পাদক মো. কিবরিয়া, যুগ্ম-সাধারণ আজহারুল ইসলাম আজাদ, সহ-সাংগঠনিক তানিম আহমদ, দপ্তর সম্পাদক মো. জমির হোসেন, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার,আলাল হোসেন রাফি, ও এ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বদরুল আলম প্রমুখ

Development by: webnewsdesign.com