গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ | ১২:২০ অপরাহ্ণ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ
apps

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বায়েজিদ ফকির (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া নামক স্থানে এ দুঘটনা ঘটে।

নিহত বায়োজিদ ফকির চর পাথালিয়া গ্রামের এমদাদ ফকিরের ছেলে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী দুর্ঘটনা স্থলে গাছ কেঁটে ও গাড়ির টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সদর উপজেলার পাথালিয়া গ্রামের বায়েজিদ জমিতে কাজ করতে যাওয়ার সময় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনার দিক থেকে আসা একটা লোকাল বাস তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বায়েজিদ। পরে উত্তেজিত স্থানীয় জনতা এ ঘটনার প্রতিবাদে ঢাকা-খুলনা দুই ঘণ্টা অবরোধ করে রাখলে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের আশ্বাসের ভিত্তি এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়।

তিনি আরও জানান, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Development by: webnewsdesign.com