গোপনে বাল্যবিয়ের আয়োজন করায় হিলিতে মা ও ভাইকে ৬ মাসের কারাদণ্ড 

শনিবার, ৩০ জুলাই ২০২২ | ৭:১১ অপরাহ্ণ

গোপনে বাল্যবিয়ের আয়োজন করায় হিলিতে মা ও ভাইকে ৬ মাসের কারাদণ্ড 
apps

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গোপনে বাল্যবিয়ে দেওয়ার আয়োজন করায় কনের মা জোছনা বেগম ও ভাই সোহাগকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার বৈগ্রাম গ্রামে কনের বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম এই আদেশ দেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম বলেন, গোপন সংবাদে জানতে পারি উপজেলার বৈগ্রাম গ্রামের স্বামী পরিত্যক্তা জোছনা বেগম তার ১৬ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার এক ছেলের সঙ্গে শুক্রবার রাতে গোপনে বিয়ে দিয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। বাল্যবিয়ের ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় মেয়ের মা ও বড় ভাইকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তবে বরের বাড়ি অন্য জেলায় হওয়ায় তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Development by: webnewsdesign.com