গোদাগাড়ীতে সাপে কাটার পর ঝাড়ফুঁক, হাসপাতালে নেওয়ার পথে যুবকের মৃত্যু

রবিবার, ৩০ জুন ২০২৪ | ৪:৪১ অপরাহ্ণ

গোদাগাড়ীতে সাপে কাটার পর ঝাড়ফুঁক, হাসপাতালে নেওয়ার পথে যুবকের মৃত্যু
গোদাগাড়ীতে সাপে কাটার পর ঝাড়ফুঁক, হাসপাতালে নেওয়ার পথে যুবকের মৃত্যু
apps

রাজশাহীর গোদাগাড়ীতে বিষধর সাপের কামড়ে বুলবুল ইসলাম (২২) নামের এক যুবকের মুত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুন) রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো: রবিউল ইসলামের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল কর্মকর্তা ডা: জাহেদুল ইসলাম বলেন, সাপে কাটা ওই যুবককে শুক্রবার (২৯ জুন) রাত ৯টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ইসিজি করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

রোগীর স্বজনদের বরাত দিয়ে চিকিৎসক আরো জানান, হাসপাতালে আসার ২ ঘণ্টা আগে বুলবুল ইসলামকে সাপে কামড় দেয়। এরপরে রোগীকে প্রথমে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ঝাড়ফুঁক দিতে দিতেই দুই-আড়াই ঘণ্টা দেরি হয়ে যাওয়ায় হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। তবে কি সাপ কামড় দিয়েছে সেটা জানা যায়নি। তারা শুধু বলছে কালো রঙের সাপ কামড় দিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান চিকিৎসক জাহেদুল ইসলাম।

Development by: webnewsdesign.com