সামাজিক যোগাযোগের সাইট বা আশপাশে থাকা বিভিন্ন ব্যক্তির পোশাক দেখে কিনতে মন চায় অনেকেরই। খুব পরিচিত কেউ না হলে মুখ ফুটে বলাও যায় না পোশাকটির দাম কত, কোথায়ই বা পাওয়া যাবে।
বিষয়টি মাথায় রেখে এবার নিজেদের সার্চ ফলাফলেই ব্যবহারকারীদের সব প্রশ্নের উত্তর জানানোর উদ্যোগ নিয়েছে গুগল। এ জন্য সার্চেই পণ্যটির দাম কত বা কোন প্রতিষ্ঠানে পাওয়া যাবে তাও তুলে ধরছে প্রতিষ্ঠানটি।
শুধু তা-ই নয়, সার্চ ফলাফল পেজের বাম দিকে ‘রিলেটেড সার্চেস’ অপশনও চালু করেছে তারা। অপশনটি কাজে লাগিয়ে নির্দিষ্ট পণ্যের বিভিন্ন মডেলের তথ্য জানা যাবে। ফলে কোনো ব্যক্তি গুগল ইমেজে টি-শার্ট লিখে সার্চ করলেই আন্তর্জাতিক বা স্থানীয় কোন কোন প্রতিষ্ঠান পণ্যটি বাজারজাত করছে তা বিস্তারিতভাবে জানতে পারবেন। শুধু তা-ই নয়, ছবিতে ক্লিক করে সরাসরি প্রতিষ্ঠানটির ওয়েবপেইজে প্রবেশ করে কেনারও সুযোগ মিলবে।
Development by: webnewsdesign.com