গাফিলতির কারণেই যশস্বীর বিশ্বকাপ ট্রফি ভেঙে গেল!

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ৬:২১ অপরাহ্ণ

গাফিলতির কারণেই যশস্বীর বিশ্বকাপ ট্রফি ভেঙে গেল!
apps

ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা বাংলাদেশ জিতে নিলেও যশস্বী জয়সওয়ালও একটি ট্রফি পেয়েছেন। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়ায় মাখায়া এনটিনির হাত থেকে ট্রফি পেয়েছিলেন যশস্বী। কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে ভারতের এই যুব ক্রিকেটার দেখেন সেই ট্রফি ভেঙে দুই টুকরা হয়ে গেছে। হয়তো বিমানকর্মীদের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের অবশ্য এতে কোনো হেলদোল নেই। যশস্বী জানেন না, কীভাবে তার অর্জনের স্মারক এই ট্রফিটা ভেঙে গেল! জানার কোনো আগ্রহও নেই তার। বিমানবন্দরে খোঁজ খবর করারও প্রয়োজন অনুভব করেননি। অন্যদিকে যশস্বীর কোচ জ্বালা সিংহের দাবি, ট্রফি নিয়ে যশস্বীর কোনো আগ্রহ নেই। একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জ্বালা সিংহ বলেছেন, ‘যশস্বী ট্রফি নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করে না। রান নিয়েই বেশি চিন্তা করে।’
সদ্য সমাপ্ত যুব বিশ্বকাপে ব্যাট হাতে যশস্বী করেছেন ৪০০ রান। সেমিফাইনালে ম্যাচ-জেতানো সেঞ্চুরি ও চারটি হাফ-সেঞ্চুরি করে অবিশ্বাস্য ধারাবাহিকতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশের কাচে হেরে যাওয়া ফাইনালেও একই দলকে টেনেছেন। খারাপ শট খেলে তিনি আউট হয়ে যাওয়ায় ভারতও আর বড় রান করতে পারেনি। যশস্বী বলছেন, ‘আমি খারাপ শট খেলে আউট হয়েছি। ওই সময়ে ওরকম শট খেলার দরকার ছিল না। বিশ্বকাপ জিততে পারলে ভালোই লাগত। তবে না জেতায় পৃথিবী যে শেষ হয়ে যায়নি।’

Development by: webnewsdesign.com