গভীর রাতে গোপনে বেআইনি কাজ, দুইজনের জরিমানা

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৫০ অপরাহ্ণ

গভীর রাতে গোপনে বেআইনি কাজ, দুইজনের জরিমানা
apps

২৫ বছরের বর আবু রায়হান। জীবন সঙ্গী করতে ১৫ বছরের সাবিনা আক্তার নামের এক স্কুলপড়ুয়া মেয়েকে পছন্দ করেন। নিজের ঘরণী করতে সাবিনার বাড়িতে গভীর রাতে হাজিরও হন বর। কিন্তু প্রশাসনের তৎপরতায় তার পছন্দ করা সাবিনাকে বেআইনিভাবে গোপনে বিয়ে করা হয়নি। উল্টো বর রায়হান ও সাবিনার বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে জামালপুর শহরের বোষপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান।

তিনি জানান, শহরের কাচারীপাড়ার আব্দুল আলীর ছেলে আবু রায়হানের সঙ্গে বোষপাড়ার সাদেক আলীর মেয়ে স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়। মেয়ে অপ্রাপ্ত বয়স্ক থাকায় গভীর রাতে তাদের বিয়ের আয়োজন করা হয়।

গোপন খবরটি পেয়ে রাতেই কনের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে খবরের সত্যতা পেয়ে বরের বাবা ও মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেলের আদেশ দেয়া হয়। এছাড়া বিয়েতে সহায়তাকারী জাহাঙ্গীরের কাছ থেকে মুচলেকা নেয় আদালত।

Development by: webnewsdesign.com