গণমুখী বাজেট পেশ করায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন এক আয়কর আইনজীবী

শুক্রবার, ০৪ জুন ২০২১ | ৫:৩৭ অপরাহ্ণ

গণমুখী বাজেট পেশ করায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন এক আয়কর আইনজীবী
apps

সক্ষমতা ও উন্নয়ন বান্ধব বাজেটে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের প্রচার সম্পাদক, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সাবেক কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশন এর সাবেক কার্যনির্বাহী সদস্য এবং বাংলাদেশ কোম্পানী ল প্রাক্টিসনার্স সোসাইটির কার্যনির্বাহী সদস্য আয়কর আইনজীবী সুজন চক্রবত্তী।

আয়কর আইনজীবী সুজন চক্রবত্তী বলেন,বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এটি ৬ লাখ কোটি টাকার জনবান্ধব ও উন্নয়ন বান্ধব একটি বাজেট। জীবন ও জীবীকার প্রাধান্য দিয়ে দেশের সকল মানুষ এর অংশগ্রহন নিশ্চিত করে এটি একটি বাস্তব ভিত্তিক,সংকট কালীন, সময়োপযোগী ও জনকল্যাণমুখী।

এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে জাতীর জনক এর স্বপ্ন পুরনের লক্ষ্যে যে অগ্রসর হচ্ছি তাতে সহায়ক হবে।প্রধান মন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যে ওয়াদা করেছিলেন এই বাজেট সেই ওয়াদা বাস্তবায়নের অংশ।এই বাজেট দেশের ধনী,গরীব এবং মধ্যবিত্ত সবাই উপকৃত হবেন।

তিনি বলেন এই বাজেট শিল্পবান্ধব এবং কর্মসংস্থান বান্ধব বাজেট।এই বাজেটে রপ্তানি এবং দেশীয় বাজার নির্ভর শিল্পের ক্ষেত্রে নানা রকম সুবিধা দেওয়া হয়েছে।এর মধ্যে উতপাদিত শিল্প পন্যের উপর সম্পুরক শুল্ক বা সার চার্জ কমানো, কাচামালে শুল্ক কমানো, ভ্যাট কমানো এই সব প্রদক্ষেপ শিল্প বিকাশ কে উতসাহিত এবং অনুপ্রাণিত করবে।এছারা এই বাজেটে কর্পোরেট কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে বিভিন্নখাতে জা ইতিবাচক

আয়কর আইনজীবী সুজন চক্রবত্তী আরও বলেন আমরা গত একটি বছর করোনা মহামারীর কারনে সারা বিশ্বে অর্থনীতি যখন বিপর্যস্থ, সেই করোনা মহামারীর ঘাতকে কাটিয়ে আমাদের অর্থনীতি কে আরও বেগবান,আরও সচল করার জন্য এই বাজেট পেশ করা হয়েছে।তিনি বলেন আমরা মনে করি এই বাজেট অত্যন্ত ভাল,গণমুখী এবং জনবান্ধব বাজেট। এই বাজেট অত্যন্ত চ্যালেঞ্জিং বাজেটও।

Development by: webnewsdesign.com